মিলিটারি পুলিশের হাতে ধরা দুই ইয়াবা ব্যবসায়ী

সিএনজি অটোরিকশা যোগে ইয়াবা নিয়ে মরিচ্যা হতে রামু যাচ্ছিল দুই মাদক ব্যবসায়ী। কিন্তু রামুতে তাদের আর যাওয়া হল না। তাদের ঠাঁই হল কারাগারে৷ সোমবার (২৯ জুন) রামু সেনানিবাসের কর্তব্যরত মিলিটারি পুলিশ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের র‍্যাবের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃতরা হলেন, মোঃ রফিক (২৭) ও মোঃ সাহিদ (২০)। রফিকের বাড়ি বান্দরবান জেলার কালঘাটা গ্রামে৷ তার বাবার নাম নুর মোহাম্মদ। মো. সাহিদের (২০) বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার মুহুরীপাড়া গ্রামে। তার বাবার নাম মো. রফিক উদ্দিন।

সেনানিবাস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে রামু-মরিচ্যা সড়কের সেনাবানিবাস সংলগ্ন এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. রফিক নামে একজনের কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে একই চেকপোস্টে তল্লাশি চালিয়ে মো. সাহিদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ইয়াবা।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!