মিরসরাইয়ে ৭ চেয়ারম্যান সহ ১০৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ চেয়ারম্যান প্রার্থী সহ ১০৯ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। গত ১৭ অক্টোবর মনোনয়ন জমাদানে বাধা দেওয়া উচ্চ আদালতে রিট করেন উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মোস্তফা ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ অক্টোবর) উচ্চ আদালতের নির্দেশে তার মনোনয়ন গ্রহণ করেন নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মায়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাধারণ সদস্য পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ৭ জন, ধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১১ জন, ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩ জন, ইছাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৬ জন, করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১ জন, জোরারগঞ্জ ইউনয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ১ জন, সাধারণ সদস্য প্রার্থী ৬ জন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী ৪ জন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ১ জন, সাধারণ সদস্য প্রার্থী ৫জন।

s alam president – mobile

এছাড়া কাটাছরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী ৬ জন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ১ জন, সাধারণ সদস্য প্রার্থী ৮ জন, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ১জন, সাধারণ সদস্য প্রার্থী ৩ জন, সংরক্ষিত সদস্য প্রার্থী ১জন, সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী ২ জন, সংরক্ষিত সদস্য প্রার্থী ১জন, মিঠানালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত ১ জন ও স্বতন্ত্র ২ জন, সাধারণ সদস্য পদে ৩ জন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৫ জন, খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হতে যাচ্ছেন। এছাড়া বাকী ৩ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর প্রতিদ্বন্ধী হিসেবে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মনোনয়ন বঞ্চিতরা।

প্রসঙ্গত আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!