মিরসরাইয়ে হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত, গাড়ি তল্লাশী, ভাংচুর

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় মহাসমাবেশে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাড়ি তল্লাশী ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সরকারি দলের হামলায় বিএনপির অন্তত ১০নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (১২ অক্টোবর) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে। কয়েকটি স্থানে গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।

মিরসরাই থানার সামনে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমুখী গাড়ি তল্লাশী চালাচ্ছে মিরসরাই থানা পুলিশ।

মঙ্গলবার রাতে বারইয়ারহাট পৌর এলাকায় হামলায় আহত হয়েছেন বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. জসীম উদ্দিন (৫০), হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী ছালেহ আহম্মদ (৫২), পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম হাজারী (৫০), বিএনপি নেতা জাফর আলম লিটনসহ (৪০) অন্তত ১০ জন।

আহদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘বারইয়ারহাটে আমাদের ৪ জন নেতাসহ উপজেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া মঙ্গলবার থেকে বিভিন্ন জায়গায় সরকারি দলের লোকজন মহড়া দিচ্ছে। উপজেলার বিভিন্ন বাজারে, বাস, মাইক্রোবাস মালিক ও চালকদের বিএনপিকে ভাড়া না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে বারইয়ারহাট, জোরারগঞ্জ, ঠাকুরদীঘি, মিরসরাই সদর, বড়তাকিয়া, কমলদহ, ডাকঘর, বড়দারোগাহাটে বিভিন্ন জায়গায় গাড়ি তল্লাশী করে উত্তর দিকে পাঠিয়ে দিচ্ছে সরকারি দলের লোকজন। কয়েকটি গাড়ি ভাংচুর করেছেন তারা।’

এদিকে মহাসড়কে গাড়ি চলাচল কম থাকায় বুধবার ভোর থেকে সড়কে দাঁড়িয়ে রয়েছে অফিসমুখী মানুষ। চট্টগ্রাম শহরে যাওয়ার উদ্দেশ্যে মিরসরাই সদর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মো. আইনুল কবির মাহিন বলেন, ‘ভোর সাড়ে ৬টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। এখন সাড়ে ৮টা। খুব কম যাত্রীবাহী বাস আসছে। মাঝে মধ্যে দু-একটি আসছে তাও যাত্রীতে ঠাসা। শেষ পর্যন্ত আজ অফিসে যেতে পারবো কি-না বুঝতে পারছিনা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, ‘বারইয়ারহাটে হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘নিয়মিত চেকপোস্টের কর্মসূচির অংশ হিসেবে ইউএনও স্যারের উপস্থিতিতে বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।’

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কোনো নেতাকর্মীর উপর হামলা করেনি। বিএনপি নিজেদের গ্রুপিংয়ের কারণে হয়তো হামলার ঘটনা ঘটতে পারে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm