চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত মুক্তিযোদ্ধার নাম মোহাম্মদ শাহজাহান (৬৫)।
শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জের ওসমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জের ধরে ওই মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনার পথে দুপুর আড়াইটায় তাঁর মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর হোসেন মামুন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আঘাত পান মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। এতে তাঁর মৃত্যু হয়।’
এএস/এমএফও