মিরসরাইয়ে মাতৃত্বকালীন ভাতা ভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম

0

মিরসরাই প্রতিনিধি :
হতদরিদ্র মা’দের সরকারী ভাতা দেয়ার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে মাতৃত্বকালীন ভাতা ভোগাীদের তালিকা প্রণয়ন কার্যক্রম চলছে। মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় (২৫ অক্টোবর) মঙ্গলবার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ ভবনে সরিজমেন এই কার্যক্রম শুরু করেন।

mirsarai-mohila-bijoyok

এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদাউস মজুমদার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

s alam president – mobile

 
তিনি বলেন, দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন অধিকার সংরক্ষণে স্বাস্থ্য শিক্ষাসহ গর্ভকালীন সেবা, প্রসবোত্তর সেবাসহ নিজের ও সন্তানের পুষ্টি খাদ্য খরচ বাবদ মাসে ৫০০ টাকা করে (একজন মা দুই বছর ভাতার টাকা পাবেন) প্রদান করা হয়।

 

গ্রামে কিছু কিছু জায়গায় এখনও প্রচলন আছে পেটে সন্তান এলে মাকে কম খাওয়াতে হবে। মাতৃত্বকালীন ভাতা দেওয়ার ফলে এ প্রচলনটি ভেঙে যাচ্ছে। পুষ্টিকর খাবার খাওয়া ও স্বাস্থ্য পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ভাতার টাকা একজন মা খরচ করবেন। এতে সুস্থ শিশুর জন্ম হবে। পুষ্টিহীনতার অভাবে শিশু ও মায়ের মৃত্যু হবে না।

 

এ এস / জি এম এম / আর এস পি :::

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!