চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাস-লরির সংঘর্ষে মো. মহসিন ভূঁইয়া (৩২) নামের এক বাসচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। তাবে তাদের নামপরিচয় পাওয়া যায় নি। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত মহসিন ওই বাসের চালক ছিলেন। তিনি খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়ার হেঞ্জু ভূঁইয়া বাড়ির জেবাল হোসেন টুনুর মেজ ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার। তিনি বলেন, চট্টগ্রামমুখী মহাসড়কে স্থানীয় উত্তরা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষে হয়। এ সময় চালক বাস থেকে লাফ দিলে সে লরি চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করা হয়েছে। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ