s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

মিরসরাইয়ে প্রতীক পেলেন ৯ চেয়ারম্যানসহ ৬০৭ প্রার্থী

0

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯জন চেয়ারম্যান, ৪৮৯ জন সাধারণ ও ১১৮ জন সংরক্ষিত সদস্যের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বুধবার (২৭ অক্টোবর) ৬ জন রিটার্নিং কর্মকর্তা ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

আগামী ১১ নভেম্বর মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, বুধবার ৬জন রিটার্নিং কর্মকর্তা উপজেলার ১৬টি ইউনিয়নে ৯ চেয়ারম্যান প্রার্থী, ৬০৭ জন সাধারণ ও সংরক্ষিত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন।

ইছাখালী ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. নুরুল মোস্তফা, বিদ্রোহী প্রার্থী মো. মোস্তফা পেয়েছেন আনারস প্রতীক, ৯নং মিরসরাই সদর ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন শামছুল আলম দিদার, বিদ্রোহী প্রার্থী মো. সাইফুল্লাহ পেয়েছেন ঘোড়া প্রতীক, খায়রুল বাশার ফারুক আনারস ও আজম খান পেয়েছেন চশমা প্রতীক।

খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মাহফুজুল হক জুনু, বিদ্রোহী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী পেয়েছেন ঘোড়া প্রতীক, জাতীয় পার্টি মনোনীত নুর হোসেন পেয়েছেন লাঙ্গল প্রতীক।

এছাড়া উপজেলার ১৬টি ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে আর কোনো প্রার্থী না থাকায় ১৩জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১নং করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. এনায়েত হোসেন নয়ন, ২নং হিঙ্গুলী ইউনিয়নে মো. সোনা মিয়া, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নে মো. রেজাউল করিম, ৪নং ধুম ইউনিয়নে আবুল খায়ের মো. জাহাঙ্গীর, ৫নং ওচমানপুর ইউনিয়নে মফিজুল হক, ৭নং কাটাছরা ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।

এছাড়া ৮নং দুর্গাপুর ইউনিয়নে এসএম আবু সুফিয়ান, ১০নং মিঠানালা ইউনিয়নে এমএ কাশেম, ১১নং মঘাদিয়া ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসাইন, ১৩নং মায়ানী ইউনিয়নে কবির আহম্মদ নিজামী, ১৪নং হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ, ১৬নং শাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরীও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা সবাই নৌকা প্রতীকের প্রার্থী।

এছাড়া ১৬টি ইউনিয়নে ৬জন সংরক্ষিত ও ১৩জন সাধারণ সদস্যও একক প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm