মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বিকাল ৪টায় মিরসরাই পৌরসভার গোভনীয়া ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওমর বিন আবদুল আজিজ (৫)।

ওমর ঐ এলাকার মাওলানা ক্বারী আবদুল আজিজ বাড়ির মাওলানা আবদুল আজিজের ছোট ছেলে।

নিহত শিশুর পিতা ক্বারী আবদুল আজিজ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বুধবার (২০ মে) বিকালে বাড়ির সবার অগোচরে খেলতে গিয়ে পানিতে পড়ে ওমর। অনেক খোঁজাখুজি করে দেখি পুুকুরের এক কোণে দেহ ভাসছে। উদ্ধার করে মিরসরাই উপজেলা সদরে মাতৃকা হাসপাতালে নিয়ে গিলে কর্তৃব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সন্ধ্যা ৬টায় মিরসরাই পৌরসভার গোভনীয়া এলাকার গাউসেপাক মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm