মিরসরাইয়ে পাশের হার এসএসসির চেয়ে দাখিলে বেশি, জেবি স্কুল সেরা

মিরসরাইয়ে এসএসসি পরীক্ষায় ৪৬টি উচ্চ বিদ্যালয়ের পাঁচ হাজার ৫৪৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে চার হাজার ৪৩২ জন। উপজেলায় শতকরা পাশের হার স্কুলে ৮১ দশমিক ৪৩ এবং দাখিলে ৮৯ দশমিক ৯১। এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১৭৪ পরীক্ষার্থী। শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি) ও মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। এবারও উপজেলায় সেরা হয়েছে জেবি স্কুল।

জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত এসএসসি ফলাফলের দিক দিয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে জেবি স্কুল। এবার ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৭১ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

দাখিল পরীক্ষায় উপজেলার ২৬টি মাদ্রাসার এক হাজার ১৭১ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৬৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৯ জন। শতভাগ পাশের কৃতিত্ব অর্জন আবুতোরাব ফাজিল মাদ্রাসা। উপজেলাও প্রথম স্থান অর্জন করেছে আবুতোরাব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, উপজেলায় প্রথম হয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় এবং দাখিলে আবুতোরাবার ফাজিল মাদ্রাসা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!