মিরসরাইয়ে নিজের ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ট্রাকের নিচে চাপা পড়ে মো. মুসলিম উদ্দিন (৫০) নামের এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নিজামপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুসলিম উদ্দিন জামালপুর সদর থানার বানিয়া বাজার এলাকার মৃত নজরুল ইসলাম প্রকাশ নজু শেখের ছেলে।

দুর্ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা মো. নুরুল আমিন বলেন, ‘কারখানার ভারী যন্ত্রপাতি নিয়ে ঢাকামুখী লেনে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল ট্রাকটি। মধ্যরাতে নিজামপুর কলেজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ট্রাকটি। চালক জীবন বাঁচাতে দরজা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।’

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকামুখী অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ সময় যানজট তৈরি হয়। পরে পুলিশ পাশের বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করলে যানজট কমে আসে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো সম্ভব না হওয়ায় মহাসড়কের ঢাকামুখী লেনে ২০০ মিটার অংশে শুক্রবার সকাল পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ বলেন, ‘নিজামপুর কলেজের সামনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়। লাফ দিয়ে বাঁচতে গিয়ে নিজের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান চালক। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাঁর পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হবে।’

যান চলাচল বন্ধ থাকার বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বরত এএসআই মাহবুব আলম বলেন, ‘ভারী যন্ত্রপাতি থাকায় সাধারণ ক্রেন দিয়ে ট্রাকটি সরানো সম্ভব হচ্ছে না। এটি সরাতে চট্টগ্রাম থেকে বড় ক্রেন আনা হচ্ছে। যানজট এড়াতে দুর্ঘটনাস্থলের পাশে বিকল্প রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!