মিরসরাইয়ে দশ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে দশ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে মিরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়য়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী।

প্রশিক্ষক নুর মো. হোসাইন পিন্টুর সঞ্চালনায় ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষিকা শাহেনা আক্তার, প্রশিক্ষণে অংশগ্রহণকারী মো. আরাফাত উর রহমান, মো. ইমরুল কায়েছ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী মিরসরাই পৌরসভার ৬৪ জন ভিডিপি সদস্যের হাতে সনদ ও প্রশিক্ষণ ভাতা তুলে দেন অতিথিবৃন্দ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!