মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় আহত ৬ জনের মধ্যে চিকিৎসাধীন থাকা আয়াত হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

শুক্রবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত আয়াত হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

চমেক হাসপাতালের আইসিইউ’র চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. প্রনয় কুমার দত্ত জানান, ‘দুর্ঘটনার পর আহত অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে শুরুতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাসমির পাভেল নামের একজনকে আইসিইউতে নিয়ে আসা হয়। এর একদিন পর নিয়ে আসা হয় আয়াতকে। কিন্ত শুরু থেকেই আয়াতের অবস্থা স্থিতিশীল। শুক্রবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, ২৯ জুলাই আরএন্ডজে কোচিং সেন্টার থেকে খইয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন ওই কোচিং সেন্টারের ছাত্র-শিক্ষকরা। খইয়াছড়া এলাকায় রেলক্রসিংয়ে তাদের বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দিয়ে আধা কিলোমিটার নিয়ে যায় চট্টগ্রাম শহরগামী মহানগর প্রভাতি ট্রেন। এতে ঘটনাস্থলেই নিহত হন ৪ শিক্ষক, ৬ শিক্ষার্থী ও মাইক্রোবাস চালক। দুর্ঘটনায় ১ জন অক্ষত ও ৬ আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm