মিরসরাইয়ে গরু চুরির অভিযোগে আটক ৩

মিরসরাইয়ে গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

বুধবার (৮ মে) দুপুর ৩টায় পৌরবাজারের ইসমাইল কার্পেট মিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২০) ৫ নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মো. ফরিদ (২০) ও নরসিংদী জেলার রায়পুর থানার খাকচর এলাকার মো. মোস্তফার মিয়ার ছেলে মো. মুক্তার হোসেন (২৩)।

মঙ্গলবার রাতে মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখ চাঁন মিয়া বাড়ির শেখ ফজলে রহিমের একটি গরু চুরি হয়। বুধবার দুপুরে ফজলে রহিম মামলা দায়ের করেন।

মিরসরাই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে মিরসরাই পৌরবাজারের বাদামতলি ইসমাইল কার্পেট মিল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm