মিরসরাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৩

0

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ও সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বাসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, উপজেলার রহমতাবাদ এলাকার ফজলুুল হকের ছেলে মুসলিম উদ্দিন ও মধ্যম মঘাদিয়া এলাকার নজির আহমেদের ছেলে রবিউল হোসেন।

এছাড়া ১৫০০ পিস ইয়াবাসহ নুরুল আবছার (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজারের রামু থানার ইদগাঁ ছগারাকাটা গ্রামের কালা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ। তিনি বলেন, ‘মিরসরাইয়ে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!