চট্টগ্রামের মিরসরাই থানা এলাকা থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৩ জানুয়ারি) মিরসরাইয়ের নিজামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আসামী মো. শওকত হোসেন (৩৯)। সে সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার মৃত সোনা মিয়ার সন্তান।
সোমবার (২৪ জানুয়ারি) র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার নিজামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি এবং দুইরাউন্ড গুলি উদ্ধারসহ শওকত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে শওকত জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সে অস্ত্র ক্রয়-বিক্রয় ও অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।
তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
এমএফও