মিরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের মিরসরাই সদরের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় মুখোশ পরা ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) রাত ২টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শী কামাল উদ্দিন শাহীন বলেন, বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে ৭/৮ জনের ডাকাত দল বাড়ির মেইন গেট ও ঘরের লোহার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে আলমিরার তালা ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল ফোন ও নগদ প্রায় ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার বড় ভাই রবিউল হোসেন খোকা তাদের বাঁধা দিতে গেলে ডাকাত দলের চুরির আঘাত তার হাতে লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!