মিরসরাইয়ের ‌বাবুল মাস্টার মারা গেলেন শীতলক্ষ্যায় জাহাজ ডুবিতে

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এমভি সিটি ৫৪ নামে একটি জাহাজের ধাক্কায় আল কুদ্দুস নামে একটি পাথরবোঝাই কার্গো জাহাজ ডুবে চালক মারা গেছেন। নিহত চালকের নাম মোরশেদুল আলম বাবুল প্রকাশ বাবুল মাস্টার।

তিনি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের সূফি নূর মোহাম্মদ হুজুর বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মামুন।

মোরশেদুল আলম বাবুলের শ্যালক ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আজ দুপুরে একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে আল কুদ্দুস নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে কার্গো জাহাজে থাকা আমার দুলাভাই বাবুল মাস্টার পানিতে নিখোঁজ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদরের একটি হাসাপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm