মিরসরাইয়ের খৈয়াছরা ছাত্রলীগের সম্মেলন

মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকালে বড়তাকিয়া বাজারের আফরোজা গার্ডেন এলাকায় আয়োজিত বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।

প্রধান ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও বিশেষ বক্তা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি রায়হান কাউসার, ছাত্র বৃত্তি উপসম্পাদক ফৌজিয়া নিজামী তামান্না, খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুল আলম মাহফুজ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত জামিল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল, জাফর ইকবাল নাহিদ, আরিফুর রহমান, মিথুন শর্মা।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টুটুল ও সঞ্চালনায় ছিলেন খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদুল হাসান রাবিব।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক একরাম সোহেল। এ সময় সভাপতি এবং সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm