চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বর্তমান ইউপি মেম্বার বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে বেলাল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব-৭। এরপর ওইদিন রাত সাড়ে ১২টায় মিরসরাই থানায় তাকে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত ১০টায় উপজেলার শাহেরখালী খালের কাদামাটি থেকে সাবেক ইউপি মেম্বার আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরপর গত ৩১ জানুয়ারি আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামি করে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান বলেন, আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি ইউপি মেম্বার বেলাল হোসেনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৭। হত্যা মামলায় এখনো পর্যন্ত পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছে।
আজিজ/ডিজে