মিরসরাইয়ে সড়কের পাশে মিললো মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ

চট্টগ্রামের মিরসরাইয়ে নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার ফেবো পেট্রোল পাম্পের পাশ থেকে মরদেহটি ম উদ্ধার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধার নাম রাবেয়া (৭৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা বলে জানা গেছে

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে সোনাপাহাড় এলাকায় মহাসড়কের পাশে স্থানীয়রা এক বৃদ্ধা নারীর মরদেহ দেখতে পান তারা। খবর দিলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই নারীর নাম রাবেয়া। তিনি মানসিক ভারসাম্যহীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নাছরিন নাহার মিতু বলেন, হাসপাতালে আনার আগেই রাবেয়ার মৃত্যু হয়। তকে কি কারণে তার মৃত্যু হয়েছে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

যোগাযোগ করা হলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, রাবেয়া নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। রাবেয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাস আগে তিনি বাড়ি থেকে বের হয়ে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় চলে আসেন। এখানে মহাসড়কের পাশে থাকতেন। তার গায়ে শীতের কোনো জামা ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত শীতের কারণে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে রাবেয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm