মিরসরাইয়ে শিল্প বাণিজ্য মেলা শুরু ২০ ডিসেম্বর

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির উদ্যোগে শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়ের অংশ ব্যয় করা হবে প্রতিবন্ধীদের কল্যাণে।

আগামী ২০ ডিসেম্বর (বুধবার) হতে মিরসরাইয়ের নির্মাণাধীন স্টেডিয়ামে শুরু হবে এ মেলা। চলবে এক মাসব্যাপী।

জানা গেছে, প্রায় ১০ বছর পর মিরসরাইয়ে কোনো শিল্প বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৬০টির বেশি স্টল নির্মাণ করার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। মেলায় বেশি জনসমাগম ঘটাতে সর্বাত্মক প্রস্তুতি চলছে।

বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, অনুষ্ঠান থেকে যে আয় হবে তা দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm