চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারোগাহাটে রূপসী ঝর্ণায় গোসল করতে নেমে আসিফ উদ্দিন নামে এক কলেজছাত্র মারা গেছেন।
রোববার(১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আসিফ উদ্দিন নগরীর পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার শাহলঙ্গ মারমা।
জানা গেছে, রোববার সকালে আসিফসহ চার বন্ধু মিলে রূপসী ঝর্ণায় ঘুরতে যান। এসময় চারবন্ধু মিলে পানিতে লাফ দেন। পরে তিন বন্ধু উঠে গেলেও পানিতে তলিয়ে যান আসিফ। বন্ধুরা খোঁজাখুজি করে না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে ফায়ারসার্ভিস ও পুলিশে খবর দেন।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আসিফের মৃতদেহ উদ্ধার করে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা।স্থানীয়দের সহায়তায়, ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ১ ঘণ্টার চেষ্টায় শিক্ষার্থী আসিফ উদ্দিনের মরদেহ উদ্ধার করেন।
লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জাহিদ আরমান।
এর আগে শনিবার বিকালে সীতাকুণ্ডের ছোট দারোগাহাট এলাকায় সহস্রধারা ঝর্ণায় পানিতে ডুবে মারা যান তাহসিন আনোয়ার নামে এক এসএসসি পরীক্ষার্থী।
ডিজে