মিরসরাইয়ে বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, এক যাত্রীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

নিহত যাত্রীর নাম মোহাম্মদ সালাউদ্দিন (৩৬)। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়তাকিয়া মাজার গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সালাউদ্দিন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাদরাসা হাসনাবাদ এলাকার আবিদ উল্লাহর ছেলে।

খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাঁধন পরিবহনের বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বাঁধন পরিবহনের যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। এসময় বড়তাকিয়া এলাকায় বাসের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই বাসের যাত্রী ছিল। তিনি ফেনীর সোনাগাজী থেকে গাড়িতে উঠছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন নামে একজন নিহত হয়েছেন। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm