ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বাসচাপায় আব্দুল মান্নান (৩০) নামের বিএসআরএম’র এক টেকনিশিয়ান নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) বিকালে বারইয়ারহাট পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুল আলম বাড়ির মৃত আবদু শুক্কুরের ছেলে।
নিহত মান্নানের মামাতো ভাই সাইফুল ইসলাম বলেন, আমার ফুফাতো ভাই মিরসরাইয়ের সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম কারখানায় মেকানিক্যাল ডিপার্টমেন্টের টেকনিশিয়ান পদে দায়িত্বরত ছিলেন। রোববার বারইয়ারহাট বাসা থেকে কারখানায় যাওয়ার পথে মহাসড়ক পারাপারের সময় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সোহেল সরকার জানান, বারইয়ারহাট পৌর এলাকায় একটি দুর্ঘটনার কথা শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখছি।
ডিজে