চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় পাঁচ যুবক আহত হয়েছেন।
বুধবার (৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ইছাখালী ইউনিয়নের বঙ্গবন্ধু ইকোনোমিক জোন সংলগ্ন বাংলাবাজার কইচ্ছপ্যা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার সাইফুল ইসলাম রাসেল (৩৫)। তিনি মিরসরাই পৌরসভার বাসিন্দা।
সাইফুল ইসলাম রাসেলের অভিযোগ, বুধবার বিকালে ব্যবসায়িক কাজে মিরসরাই পৌরসভা থেকে মোটর সাইকেলযোগে মিরসরাই ইকোনোমিক জোনে যাওয়ার পথে কইচ্ছপ্যা মোড় এলাকায় ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার বাসিন্দা মো. আমান (২১) অন্যমনষ্ক হয়ে রাস্তা পার হচ্ছিলেন। একারণে তার গায়ের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। এরপর রাসেল তাকে মনযোগী হয়ে রাস্তা পার হওয়ার অনুরোধ করলে তিনি দুর্ব্যবহার করে মারতে উদ্যত হয়। এসময় তাকে ভাষা সংযত করে কথা বলতে বললে তার সঙ্গে থাকা মো. ইমন (২২), মো. আলাউদ্দিন (২৫), সুফল দাশসহ (২৪) আরও ১৫-২০ জন মোটরসাইকেল থেকে নামিয়ে আমাকে পেটানো শুরু করে।
এসময় কিছু বুঝে উঠার আগেই আমাকে টেনেহিঁচড়ে একপাশে নির্জন এলাকায় নিয়ে উপর্যুপুরি মারতে থাকে। এছাড়া পকেটে থাকা নগদ ২২ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ছিনিয়ে নেয়। সেখান থেকে ছুটে গিয়ে স্থানীয় একজনের মোবাইল থেকে ফোন করলে আমার চাচাতো-জেঠাতো ভাইয়েরা বাঁচাতে ছুটে আসে বলে অভিযোগে জানান রাসেল।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, হামলাকারীরা আমার চাচাতো ভাই আরিফুর রহমান টিপু, জাহেদুল নবী, জেঠাতো ভাই মো. জুয়েল, ছোট ভাই আইনুল ইসলামকে কিরিচ, হকিস্টিক, লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে জখম করে। এতে কয়েকজনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হন আরিফুর রহমান টিপু। এসময় তারা আমার মোটরসাইকেল ভাঙচুর করে ড্রাইভিং লাইসেন্সও ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খন্দকার নোমান শায়েরী জানান, মারামারির ঘটনায় গতকাল রাতে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আহত আরিফুর রহমান টিপুর মাথায় গুরুতর জখম হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।
ডিজে