মিরসরাইয়ে ডোবায় পড়েছিল অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি ডোবার পানি থেকে এই লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বৃহস্পতিবার সকালে ডোবার পানিতে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নিজামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ খাঁন জানান, লাশের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সুরতহাল দেখা গেছে, শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। তবে লাশের শরীরের পছন ধরেছে।’

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!