মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক ৫ যুবক

চট্টগ্রামের মিরসরাইয়ের ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরের উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন রিফাত হোসেন (২০), মো. সম্রাট (২২), মো. সাফায়েত হোসেন (২২), মো. মেহেদী হাসান কামরুল (২০) ও মো. আবির হোসেন (২০)। এ সময় মো. সাকিল ওরফে গালপোড়া সাকিল (২২), মো. হৃদয় (২৫) ও মো. রানা (২০) নামের তিন ডাকাত পালিয়ে যায়।

তাদের কাছ থেকে ২টি চাপাতি, ২টি ছোরা, ১টি সিগনাল লাইট ও ৩টি মোবাইল জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জসিম বলেন, ‘রোববার রাতে বারইয়ারহাট পৌর সদর এলাকায় উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিন ডাকাত পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ডাকাতদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm