মিরসরাইয়ে চোরাকারবারির অবৈধ ভারতীয় কাপড় লুট করলো দুর্বৃত্তরা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ ভারতীয় শাড়ি থ্রিপিসের গাড়ি লুটের ঘটনা ঘটেছে৷ চোরাকারবারিরা এসব পণ্য বিক্রির জন্য সীমান্ত পেরিয়ে নৌপথে আসছিল।

শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত ভারত থেকে ফেনী নদী দিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে চোরাকারবারিদের দল একটি পিকআপে উপজেলার করেরহাট দিয়ে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া দেয়৷ গাড়িটি বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় পৌঁছালে সেখানে থামিয়ে শাড়ি ও থ্রিপিস লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ চালকসহ পিকআপটি জব্দ করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছে ভারতীয় পণ্য। মাদক, গরু, সিগারেটসহ বিভিন্ন ধরনের এসব পণ্য কর ফাঁকি দিয়ে ঢুকছে বাংলাদেশে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিভাবে প্রতিনিয়ত এসব চোরাচালান সীমান্ত পার হচ্ছে, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের আমলীঘাট এলাকার মোস্তফার ছেলে কামাল, একই এলাকার আমান উল্লাহর ছেলে ফারুক দীর্ঘদিন ধরে চোরাকারবারের সঙ্গে জড়িত।

অভিযুক্ত কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা শ্রমিক, মূল মালিক চট্টগ্রামের। তবে অলিনগরের ইমন এবং ফারুক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমার মত আরও ১৫ থেকে ২০ জন শ্রমিককের কাজ করে আসছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গতরাতে ভারতীয় পণ্যযহী একটি ট্রাক লুট হয়েছে—এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা ট্রাকটি ও চালককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অলিনগর বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার শওকত হোসেন জানান, আমরা শতভাগ চেষ্টা করছি সীমান্তে চোরাচালান বন্ধ করার জন্য। তারপরও চোরাকারবারিরা আমাদের ফাঁকি দিয়ে মাঝে মাঝে কিছু পণ্য নিয়ে আসে। আমরা ইতোপূর্বে বেশ কিছু পণ্য জব্দও করেছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm