মিরসরাইয়ের পাহাড়ি ঝরনাগুলো হয়ে উঠেছে মরণফাঁদ

চট্টগ্রামের মিরসরাইয়ে রূপসী ঝরনার কূপের প্রায় ১৬০ ফুট ওপর থেকে নিচে পড়ে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সেটি ছাড়াও পর্যটন স্পট হিসেবে পরিচিত অন্য ঝরনাগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই মিরসরাইয়ের আরেক ঝরনা খৈয়াছড়ায় ২৭ সেপ্টেম্বর পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যুর পর ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ শেষে শুক্রবার (৪ অক্টোবর) থেকে সেটি আবার খুলে দেওয়া হয়েছে।

খৈয়াছড়া ঝর্ণায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর খৈয়াছরা ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।
খৈয়াছড়া ঝর্ণায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর শুক্রবার (৪ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে, গত ২৮ সেপ্টেম্বর খৈয়াছরা ঝর্ণায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মিরসরাই উপজেলায় পর্যটন স্পট হিসেবে পরিচিত ঝরনাগুলোর মধ্যে রয়েছে রূপসী ঝরনা, খৈয়াছড়া ঝরনা, নাপিত্তাছড়া ঝরনা ও বাওয়াছড়া ঝরনা। প্রতিবছর এই ঝরনাগুলোর বিপুলসংখ্যক পর্যটক ঘুরতে আসেন। আবার গত কয়েক বছরে এখানে এসে মারা গেছেন অন্তত ২০ জন। আহত হয়েছে শতাধিক পর্যটক।

কমলদহ রূপসী ঝরনায় ১৬০ ফুট ওপর থেকে পড়ে যান দুই শিক্ষার্থী।
কমলদহ রূপসী ঝরনায় ১৬০ ফুট ওপর থেকে পড়ে যান দুই শিক্ষার্থী।

১৬০ ফুট ওপর থেকে পড়েন দুই শিক্ষার্থী
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ৮টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ রূপসী ঝরনায় নিখোঁজ হন দুই শিক্ষার্থী। পরবর্তীতে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দুপুর সাড়ে ১২ টার দিকে কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন মাদারীপুর জেলার চাষাড়া এলাকার আতিকুর রহমানের ছেলে মুসফিকুর রহমান আদনান (২১) ও লক্ষীপুর জেলার মৃত মোহাম্মদ মুরাদের ছেলে মাহবুব রহমান মুত্তাকিম (২১)। আদনান রাজধানীর ঢাকা ঢাকা ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও মুত্তাকিম নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার সকাল ৮টায় ১১ জন বন্ধু মিলে মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝরনায় ঘুরতে আসেন। এসময় ছবি তুলতে গিয়ে পা পিছলে ঝরনার কূপে পড়ে যায় মুশফিকুর রহমান আদনান। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে মাহবুব রহমান মুত্তাকিমও কূপে পড়ে যায়। বন্ধুরা ও স্থানীয়রা তাদের উদ্ধারের ব্যর্থ হলে পরবর্তীতে তারা স্থানীয়দের সহায়তায় মিরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের সদস্যরা দুপুর সাড়ে ১২ টার দিকে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

নিহত আদনানের খালাত ভাই আফিফুর রহমান বলেন, আমার খালাত ভাই ও এলাকার এক ছোটভাই ১৩ জন মিলে মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে আসি। ঝরনার কূপে গিয়ে ছবি তোলার সময় মুত্তাকিম পড়ে গেলে আমার খালাত ভাই আদনান তাকে উদ্ধার করতে গেলে সেও কূপে পড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে ঝরনার কূপ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শুক্রবার সকালে রূপসী ঝরনায় ২জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে আমাদের সাথে যোগ দেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরিদলের ৫ সদস্য। দীর্ঘ ৪ ঘন্টা পর ঝরনার কূপ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়।

যোগাযোগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, মিরসরাইয়ের রূপসী ঝরনায় পা পিছলে পড়ে দুই বন্ধু নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একবছর আগেও ঘটে এমন ঘটনা
গত বছরের ২ জুলাইয়েও মিরসরাইয়ের এই রূপসী ঝরনার কূপ থেকে বেড়াতে আসা দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত পর্যটকেরা হলেন চট্টগ্রাম শহরের আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনির মৃত সুরুজ মিয়ার ছেলে মো. আরিফ (১৯) ও একই এলাকার মো. আবছারের ছেলে মো. জামিল (১৬)। আরিফ পেশায় বিদ্যুৎ-কর্মী ও জামিল নবম শ্রেণির শিক্ষার্থী। রাত সাড়ে আটটার দিকে ঝরনার এক ধাপ ওপরের একটি কূপের ১৫ ফুট নিচ থেকে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পাথর তোলার পর খুললো খৈয়াছড়া
সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় ওপর থেকে পাথর পড়ে বেসরকারি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। ওইদিন ওয়ান ব্যাংকের কাওরান বাজারের প্রধান কার্যালয়ের ছয়জন কর্মকর্তা খৈয়াছড়া ভ্রমণে যান। ঝরনার পানিতে গোসল করার সময় ওপর থেকে পাথর পড়ে মাহবুব হাসান নামের একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেক কর্মকর্তা গাজী আহমেদ বিন শামস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরদিন থেকে খৈয়াছড়া ঝরনায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। বনবিভাগের উদ্যোগে এরপর ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর শুক্রবার (৪ অক্টোবর) থেকে খৈয়াছড়া ঝরনা পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন-বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর খৈয়াছরা ঝরনায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। বিষয়টি নজরে আসে বন বিভাগের। এরপরই ঝরনার ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর শুক্রবার থেকে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm