মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবারও বদল

আবারও বদল হল সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা। এবার মামলাটির তদন্তভার বুঝে নিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক।

বুধবার (১৫ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা।

মামলার নতুন তদন্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মিতু হত্যা মামলার কেস ডকেট আদালত থেকে আমি বুঝে নিয়েছি। এ ঘটনায় দায়ের হওয়া মামলা দুটি একসঙ্গে তদন্ত করা হবে। নতুন করে সব নথি পর্যালোচনা শুরু হয়েছে। আগের দুই কর্মকর্তার সাথে প্রয়োজন হলে কথা বলবো।’

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন সন্তোষ কুমার চাকমা। তিনি এখন সিএমপি’র খুলশী থানার ওসি।পরে এই মামলার তদন্তভার দেওয়া হয় পিবিআই কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম। সম্প্রতি তিনি পদোন্নোতি পেয়ে সহকারী পুলিশ সুপার হন। এরপর ১ মাসের মাথায় মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হলো পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুককে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় বাবুল আক্তারের স্ত্রী মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm