মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের জামিনের শুনানি, আদেশ রোববার

মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এসপি বাবুল আক্তারের জামিন আবেদনের প্রেক্ষিতে আদেশের জন্য ১৮ আগস্ট ১৮ দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে উভয় পক্ষের শুনানি শেষে আদেশ নতুন দিন ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, আমরা এসপি বাবুল আক্তারের পক্ষে জামিন আবেদন করেছিলাম। আদালত উভয়পক্ষের যুক্তি ও শুনানি শেষে তার জামিনের বিষয়ে আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য করেছেন।

২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সে সময়কার চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মিতুর বাবার করা মামলা বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়েছে।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm