মা মাছ রক্ষায় হালদায় অভিযান, ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

প্রজনন মৌসুম কে সামনে রেখে হালদা নদীতে অভিযান জোরদার করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

মো.রুহুল আমিন বলেন, এপ্রিল মাসের প্রথম থেকে হালদায় কার্প জাতীয় মা-মাছের ডিম ছাড়ার মৌসুম হওয়ায় ইতিমধ্যে মা- মাছ হালদায় আসা শুরু করেছে। এই সময়ে মা-মাছ শিকারিরা ঘেরা জাল বসিয়ে মাছ শিকারে তৎপর হয়ে উঠে৷ মা-মাছ রক্ষায় উপজেলা প্রশাসন অভিযান জোরদার করেছে।

তিনি বলেন, সাত্তারঘাট ঘাট থেকে নাজিরহাট পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। অভিযানে হালদার পাড় কেটে মাটি উত্তোলনে ব্যবহৃত একটা ট্রাক্টর ধব্বংস করা হয়েছে।

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!