মা ইলিশ রক্ষায় পুড়ানো হল সাড়ে ৪ লাখ টাকার জাল

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মা ইলিশ মাছ শিকার বন্ধে অভিযান চালিয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন। এ সময় সাড়ে ৪ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১৫ নম্বর ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, ফিল্ড অফিসার জাহেদ আহমেদসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিলো জেলেরা। অভিযান টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় নদী থেকে মাছ ধরার জাল জব্দ করা হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সরকারের নির্দেশনা অনুসারে জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় বুধবার (১৪ অক্টোবর) থেকে ৪ নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ ধরা বন্ধ থাকছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!