মায়ের হাত ছিটকে ছেলে পুকুরে, বাঁচাতে গিয়ে দুজনেই লাশ

0

দুই বছর বয়সী ছেলেকে পুকুরে গোসল করাচ্ছিলেন মা। এ সময় অসাবধানতাবশত মায়ের কাছ থেকে ছিটকে পুকুরে তলিয়ে যায় ছেলে। সঙ্গে সঙ্গে ছেলেকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপিয়ে পড়েন মা। এ সময় পুকুরের পানিতে তলিয়ে মা ও ছেলে দুজনেরই মৃত্যু হয়।

বুধবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পণ্ডিতকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম মাসুকা বেগম (২২) ও ছেলের নাম মো. বোরহান উদ্দিন। মাসুকা বেগম ওই গ্রামের গাড়িচালক মো. বেলালের স্ত্রী।

s alam president – mobile

ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!