মায়ের সঙ্গে রাগ, গৃহবধূর আত্মহত্যা মুন্সীপুকুর পাড়ে

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুন্সীপুকুর পাড়ে জেসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূ মায়ের সঙ্গে রাগ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

জেসমিন আক্তার মুন্সী পুকুরপাড় এলাকার জসফর দারোগা বাড়ির মো. সাজ্জাদের স্ত্রী।

ঘটনার বিষয়ে নিহত জেসমিন আক্তারের ভাইয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি ‘কিছুই বলতে পারবো না’ বলে ফোন সংযোগ কেটে দেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে জানান, জেসমিন আক্তার বাপের বাড়িতে মায়ের সাথে রাগ করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে প্রাথমিকভাবে। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টার দিকে নিহতের পরিবার গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরএ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm