হেডফোন না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আদিনুর মিয়াজি শ্রেয়া নামের এক স্কুলছাত্রী।
শ্রেয়া (১৩) চট্টগ্রামের নাসিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী।
রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড়ের ডিএম টাওয়ারে এ ঘটনা ঘটে।
শ্রেয়ার বাবার নাম মো. সোলায়মান। তিনি একটি শিপইয়ার্ডে চাকরি করেন। দুই বোনের মধ্যে শ্রেয়া বড়।
শ্রেয়ার আত্মীয় সোহেল বলেন, ‘শ্রেয়া তার মায়ের কাছে হেডফোন চাইলে তিনি দিতে রাজি হননি। এরপর মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘মৃতের লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।’
আইএমই/ডিজে