মায়ের সঙ্গে অভিমান করে পটিয়ায় সারজিনা আকতার (১৯) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
বুধবার (৬ এপ্রিল) গভীর রাত ৩টার দিকে উপজেলার শোভনদন্ডী উইনিয়নের কুরাংগিরী গ্রামের নুর জাহানের বাড়িতে এ ঘটনা ঘটে। সারজিনা ওই এলাকার মো. আলীর মেয়ে।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আত্মহত্যার চেষ্টা করা এক কিশোরীকে গুরুতর অবস্থায় ভোরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিজে