মায়ের মামলায় মাদকাসক্ত ছেলে কারাগারে

মায়ের দায়ের করা মামলায় মাদকাসক্ত ছেলেকে গ্রেপ্তার করে পাঠানো হলো কারাগারে।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বরদোয়ারা এলাকা থেকে মাদকাসক্ত মুহিবুল্লাহ মাশেককে (২৪) গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। মুহিবুল্লাহ ওই এলাকার মো. মহিউদ্দীন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির ছেলে।

এ বিষয়ে গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী মো. আব্দুল লতিফ।

মামলা সূত্রে জানা যায়, মো. মুহিবুল্লাহ বখাটে বন্ধুদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকদ্রব্য কেনার টাকার জন্য সে বাড়িতে প্রায় ভাঙচুর করে। এমন কী কয়েক দফায় মা বাবাকেও নির্যাতন করে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ঘরে থেকে ১০ হাজার টাকা চুরি করার সময় তার মা হাতেনাতে ধরে ফেলেন। এ সময় সে তার মাকে কিল, ঘুষি, লাথি মারে এবং গলাটিপে হত্যার চেষ্টা চালায়। এর পরদিন ২ সেপ্টেম্বর ছেলেকে আসামি করে তার মা (জান্নাতুল ফেরদৌস) বাদি হয়ে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা রুমির আদালতে অভিযোগ দায়ের করেন। ওইদিনই আদালত ছেলে মুহিবুল্লাহ মাশেকের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর রোববার ভোরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আইনজীবী আব্দুল লতিফ জানান, রোববার ভোরে সাতকানিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদকে বেশ কয়েকবার কল করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!