মায়ের বকুনিতে কিশোরীর গলায় ফাঁস

চট্টগ্রামের হাটহাজারীতে মায়ের বকুনি সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে রিনা আক্তার (১৮) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পৌরসভার আদর্শ গ্রামের (গুচ্ছ গ্রাম) পশ্চিম পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত রিনা ওই গ্রামের মো. জালাল আহমদের কন্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) হেলাল খাঁন। তিনি বলেন, ‘খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm