s alam cement
আক্রান্ত
১০০৮০১
সুস্থ
৭৯৬৩৫
মৃত্যু
১২৬৮

মায়ের কোলে থাকা চার মাসের শিশুর প্রাণ নিয়ে গেল যমদূত হয়ে আসা ট্রলি

চট্টগ্রাম ফটিকছড়ির ভুজপুরে

0

মোটরসাইকেলের চালকের আসনে বসা ছিলেন বাবা তৌহিদুর রহমান। পেছনে ছিলেন মা। তাঁর কোলে চার মাসের শিশু ওবায়দুর রহমান। তবে গন্তব্যে যাওয়া হলো না তাদের। পথেই মালবাহী একটি ট্রলি এলো এই শিশুর যমদূত হয়ে। ট্রলিটির ধাক্কায় বাবা-মা’র সঙ্গে গুরুতর আহত হয় শিশুটি। হাসপাতালের পথেই আহত শিশুর ছোট্ট দেহ হয়ে যায় লাশ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দেড়টার দিকে চট্টগ্রামের ভুজপুর থানার হারুয়ালছড়ি এলাকায় মোটরসাইকেলকে একটি ট্রলি ধাক্কা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ‘ট্রলির ধাক্কায় মোটরসাইকেল চালক তৌহিদুর রহমান, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়। দুপুর দেড়টার দিকে তাদের চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চার মাসের শিশু ওবায়দুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরএ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm