s alam cement
আক্রান্ত
৫৫৪৬৬
সুস্থ
৪৭৪৩৮
মৃত্যু
৬৫০

মাস্ক না পড়ে মুরাদপুরে জরিমানা গুনলেন ৩০ জন

0

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ছাড়া চলাফেরার দায়ে ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে শুরু হয় এ অভিযান। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক।

জানা গেছে, সকাল ১১ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র দেড় ঘন্টায় ৩০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক না পড়া লোকজনকে অবস্থা ভেদে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হয়েছে।

অভিযান চলাকালীন মাস্ক না পড়া লোকজন কারণ হিসেবে বিভিন্ন অজুহাত তুলে ধরেন। কিন্তু এতে ভ্রাম্যমাণ আদালত কাউকে ছাড় দেননি। জরিমানা আদায়ের পাশাপাশি সবসময় মাস্ক পড়ার অঙ্গীকার আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঠুনকো অজুহাত দেখাচ্ছেন মাস্ক না পড়া পথযাত্রীরা। অথচ পাঁচ টাকা দামের মাস্ক পথেঘাটে মিলছে। মাস্ক পড়ার সচেতনতা সৃষ্টির জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএস/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm