চট্টগ্রামের পটিয়ায় মুখে মাস্ক না পরে পণ্য বিক্রি করায় পাঁচ দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান।
জানা গেছে, সরকারি নির্দেশনায় মাস্ক পরে পণ্য বিক্রির কথা বলা হলেও পটিয়ার বিভিন্ন এলাকায় তা মানা হচ্ছে না। এমন অভিযোগ পেয়ে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাছান বলেন, মাস্ক না পরে দোকানে পণ্য বিক্রি করতে সরকারিভাবে নিষেধ রয়েছে। কিন্তু পটিয়ায় তা মানা হচ্ছে না। যার কারণে আজ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মাস্ক পরে পণ্য বিক্রি করতে বেশকিছু দোকানে ব্যানারও টাঙানো হয়েছে। কিন্তু অধিকাংশ দোকানে তা দেখা যায়নি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইনামুল হাছান।
এএইচ