মাস্ক না পরে ঘোরাঘুরি—মার্কেট থেকে বের করে, রোদে দাঁড় করিয়ে শাস্তি

মাস্ক না পরে মার্কেটে ঘুরোঘুরি করায় বের করে শাস্তি দেওয়া হল কয়েকজন ক্রেতাকে। পাশাপাশি মাস্ক না পরে রাস্তায় ঘুরোঘুরি করায় রোদে দাঁড় করিয়ে রাখা হয় পথচারীদের।

মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতে শনিবার (৮ মে) চট্টগ্রামের আগ্রাবাদের বিভিন্ন মার্কেটে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রামের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর
ব্যাংকক মার্কেট এবং লাকি প্লাজায় অভিযান চালানো হয়। মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে করা হয় মাইকিং।’

তিনি বলেন, ‘এসময় মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করে দেওয়া হয়। পরে আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরা পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। মাস্ক পরতে বাধ্য করতে আরও কঠোর হব আমরা। পরবর্তীতে স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে।’

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!