মাশরাফির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি

0

খেলা প্রতিদিন :

 

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়ন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ৩৩তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি। এছাড়াও, দেশ বিদেশের ক্রিকেট সমর্থকরা ম্যা14502691_316937695331386_7423983390077404200_nশের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

 

১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেয়া মাশরাফিকে ৩৩তম জন্মদিনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জন্মদিনের শুভেচ্ছা জানোর সাথে, ইংল্যান্ড বিপক্ষে তার নেতৃত্বে জেনো সিরিজ জিততে পারে বাংলাদেশ সেই কামনাও করেছে আইসিসি।

 

 

s alam president – mobile

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভক্তরা মাশরাফির জন্মদিনে ভালবাসায় সিক্ত করেছেন প্রিয় ক্রিকেটার মাশরাফিকে।

 

খেলা প্রতিদিন :

এ এস / জি এম এম / আর এস পি :::

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!