মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম পরিদর্শনে আইআইইউসি প্রতিনিধি দল

মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম (ইউএসআইএম) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রতিনিধি দল।

রোববার (২০ নভেম্বর) আইআইইউসির উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে প্রতিনিধি দল ইউনিভার্সিটি সেইন্স ইসলাম পরিদর্শনে যান। এ সময় ইউএসআইএমের উপাচার্য প্রফেসর ড. শরিফউদ্দিন মো. শারানী তাঁর অফিস কক্ষে আইআইইউসি প্রতিনিধিদের অভ্যর্থনা জানান। পরে তারা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

ইউএসআইএমের উপাচার্য প্রফেসর ড. শরিফউদ্দিন মো. শারানী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে এমওএ’র অধীনে এখন পর্যন্ত সাতজন আইআইইউসি ফ্যাকাল্টি সদস্য তাদের পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করেছেন। বর্তমানে ১৯ জন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। যাদের মধ্যে অনেকেই অতি শীঘ্রই তাদের ডিগ্রি লাভ করবেন।’

পরে শারানী আইআইইউসি প্রতিনিধিদের তাদের সহযোগিতামূলক কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে আইআইইউসি-ইউএসআইএম ক্যাম্পাসে একটি স্যাটেলাইট ক্যাম্পাস প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে দু’পক্ষের মাঝে আলোচনা হয়।

আইআইইউসি প্রতিনিধি দলের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মওলা ও রিসার্স অ্যান্ড পাবলিকেশন সেন্টারের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান।

Yakub Group

অন্যদিকে বৈঠকে ইউএসআইএমের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ভাইস-চ্যান্সেলর (একাডেমিক ও আন্তর্জাতিক) অধ্যাপক ড. মো. রাধি ইব্রাহিম, অ্যাসিস্ট্যান্ট ভাইস-চ্যান্সেলর (স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন) প্রফেসর ড. মো. ইয়াহিয়া মোহাম্মদ আরিফিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস চ্যান্সেলর (ইনকাম জেনারেশন অ্যান্ড ফাইনেন্সিয়াল সাস্টেইনিবিলিটি) ড. আসমাদ্দি হারিস, সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজ (সিজিএস) এর ডিন প্রফেসর ড. নরিতা মো. নরওয়াউই, সিজিএসের ডেপুটি ডিন (একাডেমিক অ্যাফেয়ার্স) অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফারিজা পুঠে বেহক, ডেপুটি ডিন (একাডেমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি) অ্যাসোসিয়েট প্রফেসর ড. ফরিদা হাজওয়ানি মো. রিদজুয়ান, ড. মাজিয়াতুসিমা ইশহাক (কোয়ালিটি কো-অর্ডিনেটর, সিজিএস), আখদিয়াত আব্দুল মালেক (কো-অর্ডিনেটর, সিজিএস), সিজিএসের ডেপুটি রেজিস্ট্রার মো. নুর আদলিনা আদেনান এবং সিজিএসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মোহাম্মদ আকাশাহ আবদ রশিদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!