মালয়েশিয়ায় যাওয়ার ফাঁদে ১৭ রোহিঙ্গা, নৌবাহিনীর অভিযানে মধ্যরাতে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের জন্য নিয়ে যাওয়া ১৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই অভিযানে আটক করা হয়েছে এক মানবপাচারকারী দালালসহ দুই বাংলাদেশি নাগরিককে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে নারী, পুরুষ এবং ১২ জন শিশু রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—জাফর আলম (৩০), মুজিব উল্লাহ (৩২) এবং হামিদ উল্লাহ (৩২)। যারা পূর্ব কচ্ছপিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। পাচারকারী চক্রটি নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ে পালানোর চেষ্টা করলেও হাতেনাতে ধরা পড়ে। আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মানবপাচার রোধে নিয়মিত টহল অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন কোস্টগার্ড সদস্যরা।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm