মার্কেটমুখি পথচারীদের ‘টার্গেট’, ৫ ছিনতাইকারী ধরা কোতোয়ালীতে

চট্টগ্রাম নগরীর ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. শাওন ফরাজী ওরফে শাউন (২৫), মো. সজীব ওরফে পিচ্চি সজিব (২৭), মো. শাহেদ ওরফে সাহেদ (৩২), মো. জুয়েল (২১) ও মো. ইয়াছিন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক আসামিরা রমজান উপলক্ষে মার্কেটমুখি পথচারীদের টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। কোতোয়ালী থানা পুলিশের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে আটক করে।

এই সময় তাদের কাছ থেকে ধারালো পাঁচটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

আটক আসামিরা পেশাদার ছিনতাইচক্রের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটিরও বেশি মামলা রয়েছে।

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, ‘মিউনিসিপ্যাল স্কুলের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে পাঁচটি টিপ ছোরা উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘আটকরা আসামিরা পেশাদার ছিনতাইচক্রের সদস্য। তারা রমজান মাসকে টার্গেট করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নগরীর মার্কেটমুখব পথচারীদের ছিনতাই করতো বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।’

এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm