মার্কিন নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবক আটক

কক্সবাজার শহরে মার্কিন নাগরিককে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক অপরাধ স্বীকার করেছে।

অভিযুক্ত যুবকের নাম তারেকুল ইসলাম (২৪)। তিনি কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ফরিদ আলমের ছেলে।

সোমবার (১০ মার্চ) বিকালে ৪টা ৪৫ মিনিটের দিকে শহরের ঝাউতলা থেকে ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ।

এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।

জসীম উদ্দিন জানান, সোমবার সকালে এলিজাবেথ কিমেল নামে এক মার্কিন নাগরিক তার এক বান্ধবীকে নিয়ে কক্সবাজার শহরের সার্কিট হাউস রোডে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় তাকে ইভটিজিং করেন তারেকুল। পরে ওই তরুণী পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

অভিযানের এক পর্যায়ে বিকাল ৪টা ৪৫ মিনিটে শহরের ঝাউতলা থেকে তারেকুলকে আটক করে পুলিশ৷ আটকের পর প্রাথমিকভাবে নিজের দোষ স্বীকার করেছেন তিনি। একইসঙ্গে ওই মার্কিন নাগরিকও অভিযুক্তকে শনাক্ত করেছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm