মারা গেলেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা ইয়াহ্ইয়া, শনিবার জানাযা

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া আর নেই।

শুক্রবার (২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার বাদ মাগরীব তার জানাযা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুখপত্র মাসিক মইনুল ইসলামের নির্বাহী সম্পাদক মনির আহমদ। ঢাকা থেকে মরদহ হাটহাজারী মাদ্রাসায় আনা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১ জুন) গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া (রহ.)এর নামাযে জানাযা আজ (শনিবার) বাদ মাগরীব জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে জামিয়া দারুল উলূম হাটহাজারীর নিজস্ব কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’য় দাফন করা হবে।
এর আগে গত ১৬ মে আল্লামা ইয়াহইয়া উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেন।

Yakub Group

জানা যায়, আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া দীর্ঘদিন যাবত কোমরে ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আল্লামা ইয়াহইয়া হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন।

সিএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!