মারা গেলেন জিইসির ফ্লাইওভার থেকে পড়া সেই বিশ্ববিদ্যালয় ছাত্র

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ফ্লাইওভার থেকে পড়ে আহত বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি মারা গেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত আকবর হোসেন খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডের এক সিনিয়র সার্জন সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট রাতে চট্টগ্রামের জিইসি ফ্লাইওভার মোড় থেকে নিচে পড়ে মাথায় আঘাত পান ফয়সাল। এরপর পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে তাকে নিউরা সারজারী ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

জানা যায়, আকবর হোসেন গত ২৭ আগস্ট সকালে ঢাকার সূত্রাপুরের একটি মেস থেকে বের হয়ে যান। যাওয়ার সময় তার রুমমেটরা কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে তাদেরকে কোন কিছু জানায়নি ফয়সাল। একইদিন রাত ৯ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি আকবারের বন্ধু ফয়সালকে ফোন করে জানায়, আকবার চট্টগ্রাম জিইসি মোড় ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছে।

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm